নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে কলমাকান্দায় জামায়াতে ইসলামী’র মিছিল

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে কলমাকান্দায় জামায়াতে ইসলামী’র মিছিল।।ছবিঃ নেত্র ভয়েস
রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে কলমাকান্দায় জামায়াতে ইসলামী’র মিছিল।।ছবিঃ নেত্র ভয়েস

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ পহেলা মার্চ যোহর নামাজ শেষে কলমাকান্দা বাজারে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ এবং ইসলামী মূল্যবোধ রক্ষার দাবি জানান।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও জামায়াতে ইসলামীর অন্যান্য নেতারা। বক্তব্যে তারা বলেন, "রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব। পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।"

মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

স্থানীয়দের মতে, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। তাই এ ধরনের আন্দোলন সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

সর্বশেষ