নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


কমলাকান্দা উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের কমিটি বিলুপ্ত

কমলাকান্দা উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের কমিটি বিলুপ্ত।। ছবিঃ নেত্র ভয়েস
কমলাকান্দা উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের কমিটি বিলুপ্ত।। ছবিঃ নেত্র ভয়েস

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, নেত্রকোনা জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমলাকান্দা উপজেলা কৃষক দল এবং এর আওতাধীন সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

জেলা কৃষক দলের সভাপতি সালাহ্ উদ্দিন খান মিলকী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ. রফিক বাবুল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে কমলাকান্দা উপজেলা কৃষক দল ও ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের কার্যক্রমে নতুন করে গতিশীলতা আনয়ন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে এই বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও, আগামীতে সংগঠনের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে নতুন করে কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন:

সর্বশেষ