নেত্রকোনায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মডেল থানার কাজী শাহনেওয়াজ

নেত্রকোনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ মার্চ ২০২৫ মাসের পারফরম্যান্স মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার (২০ এপ্রিল ২০২৫) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় ওসি কাজী শাহনেওয়াজের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)।
সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি কাজী শাহনেওয়াজের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই সম্মাননা দেওয়া হয়।
এছাড়াও সভায় জেলার অন্যান্য শ্রেষ্ঠ পুলিশ সদস্যদেরও সম্মাননা জানানো হয়। নেত্রকোনা মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. শাহজাহান খান শ্রেষ্ঠ এসআই, এসআই মো. আমিনুল ইসলাম শ্রেষ্ঠ বিট অফিসার এবং এএসআই মো. ফারুক আহমেদ জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা গ্রহণ করেন।
সম্মাননা প্রদান শেষে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, “জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের এই স্বীকৃতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করবে।”
বিষয়: নেত্রকোনায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মডেল থানার কাজী শাহনেওয়াজ নেত্রকোণা নেত্রকোনা নেজা নেত্রকোণা জার্নাল নেত্রকোনার খবর খবর নেত্রকোনা news netrokona netrokona news netrokona live netrokona times voice of netrokona আজকে নেত্রকোনা নেত্রকোণার সংবাদ জননেত্র বাংলার দর্পণ আমাদের নেত্রকোনা দেশকণ্ঠস্বর দৈনিক আমাদের নেত্রকোনা বাংলার নেত্র পূর্বধলা দুর্গাপুর কলমাকান্দা বারহাট্টা মোহনগঞ্জ খালিয়াজুরী মদন আটপাড়া কেন্দুয়া নেত্রকোণা সদর নেত্র ভয়েস netrovoice24
আপনার মূল্যবান মতামত দিন: