নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


নেত্রকোণা ডেভেলপমেন্ট ফোরাম (এনডিএফ) ঢাকা'র কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন জনাব মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া
বক্তব্য রাখছেন জনাব মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া

জহির মল্লিক:

নেত্রকোণা ডেভেলপমেন্ট ফোরাম (এনডিএফ) ঢাকা'র কার্যকরী পরিষদের সভা ১৬ সেপ্টেম্বর ঢাকার একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ফোরামের সভাপতি ও তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান-এর সভাপতিত্বে ও সেক্রেটারি এমদাদুল হক-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের ঢাকার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মো. মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক নেত্রকোণা’র প্রধান উপদেষ্টা অধ্যাপক ছাদেক আহমাদ হারিছ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনডিএফ-এর সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ও আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক আবু ইসহাক ভূইয়া, মুতাসিমুল করিম, মোবারক হোসাইন খান ও  আশরাফুল আলম, কোষাধ্যক্ষ মো. আব্দুশ শাকুর আলম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথি মো. মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া তার বক্তব্যে বলেন, নেত্রকোণা ডেভেলপমেন্ট ফোরাম মানুষের কল্যাণে কাজ করছে। নেত্রকোণার সামগ্রিক উন্নয়নে এই কার্যক্রমকে অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, মানবসেবার এই কাজকে ভিশন-মিশন হিসেবে নিতে হবে। তাহলে এই সংগঠনের মাধ্যমে নেত্রকোণাবাসী অধিকহারে উপকৃত হবেন।

বিশেষ অতিথি তার বক্তব্যে নেত্রকোণার মানুষের কল্যাণে কাজ করায় নেত্রকোণা ডেভেলপমেন্ট ফোরামের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এসময় তিনি মানবিক নেত্রকোণা'র বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দিতে গিয়ে বলেন, 'মানবিক নেত্রকোণা' নেত্রকোণার জেলার সুবিধা বঞ্চিত মানুষের জন্য আত্মকর্মসংস্থান মূলক কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে অনেকগুলো সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখ্য যোগ্য সংখ্যক রিক্সা বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নেত্রকোণার মানুষের কল্যাণে কাজের এই ধারা অব্যাহত রাখতে তিনি এনডিএফ নেতৃবৃন্দের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: