নেত্রকোনা মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২, ১ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরদেরকে কোন ছাড় দেয়া হবে না- ড. মোঃ আশরাফুর রহমান

নিউজ ডেস্কঃ

নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজা মন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। নেত্রকোণা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারীত্বের সাথে দুর্গাপূজা উদযাপনে দায়িত্ব পালন করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরদেরকে কোন ছাড় দেয়া হবে না।

গতকাল (২২ সেপ্টেম্বর) রবিবার নেত্রকোণা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

এসময় তিনি আনুষাঙ্গিক অন্যান্য বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য সকলকে আশ্বস্ত করেন এবং সকলের সহেযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলার নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, সদ্য বিদায়ী পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: