মোহনগঞ্জে জামায়াতের দায়িত্বশীল সম্মেলন

জায়েদ হাসানঃ
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারী জেলা জামায়াতের কর্মী সম্মেলন বাস্তবায় উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার আলীম মাদ্রাসার হলরুমে সম্মেলনের আয়োজন করে দলটির উপজেলা শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহনগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী জায়েদ হাসানের সঞ্চলনায় উপজেলা আমীর মোফাজ্জল হোসেন সবুজের সভাপতিত্বে মাও: এমদাদুল হকের অর্থসহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে দায়িত্বশীল সম্মেলন শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহতারাম, মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলার আমীর অধ্যাপক ছাদেক আহমদ হারিছ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলার সেক্রেটারী অধ্যাপক মাহবুবুর রহমান আকন্দ। আরোও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার জামায়াতের সহকারী সেক্রেটারী দেলোয়ার হোসেন সাইফুল এবং কর্মপরিষদ সদস্য মাস্টার নিজাম উদ্দিন, মাওলানা নূরুল্লাহ ভূইয়া, অধ্যাপক বদরুল আমীন।
মোহনগঞ্জ উপজেলার নায়েবে আমীর এটি এম হামিদ উল্লাহ তালুকদার, কর্মপরিষদ সদস্য হাফিজ আল মাহমুদ, শাহীন আলম, ডা:আব্দুল মান্নান, মাহবুবুল হক, রফিক আহমেদ রাসেল প্রমুখ। অত্র উপজেলার ইউনিয়ন,ওয়ার্ড এবং ইউনিট সভাপতি, সেক্রেটারী, বায়তুলমাল সম্পাদক পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: