অসহায় সুলেমার পাশে যুবদল নেতা সাহসের মানবিক সহায়তা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের অসহায় সুলেমা খাতুনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাহস।
শুক্রবার বিকেলে তিনি সরেজমিনে সুলেমা খাতুনের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।
সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, মুরগি, মাছ, বিস্কুটসহ প্রয়োজনীয় নিত্যপণ্যের একটি প্যাকেজ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান সাহস বলেন, "আমার নেতা ব্যারিস্টার কায়সার কামাল আমাদের নির্দেশ দিয়েছেন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে। আমি জানতে পারি, সুলেমা খাতুন সাত সন্তান এবং একজন অসুস্থ শাশুড়িকে নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন। তাই ব্যক্তিগত উদ্যোগে আমি তার পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও যেকোনো সমস্যায় আমি তার পাশে থাকবো। আমার এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।"
স্থানীয়ভাবে যুবদল নেতার এমন মানবিক ভূমিকা প্রশংসিত হচ্ছে এবং এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
আপনার মূল্যবান মতামত দিন: