নেত্রকোনা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ


কলমাকান্দায় পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কলমাকান্দায় পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু।। ছবিঃ নেত্র ভয়েস
কলমাকান্দায় পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের শিবপুর গ্রামে পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাছির উদ্দিন (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দিন ওই গ্রামের আতাব উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে নাছির উদ্দিন বাড়ির সামনে স্থাপিত পানির সেচ পাম্পের মোটর চালু করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত ছুটে এসে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




আপনার মূল্যবান মতামত দিন: