নেত্রকোনা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ


কেন্দুয়ায় অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুললেন কৃষকদলের নেতাকর্মীরা

কেন্দুয়ায় অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুললেন কৃষকদলের নেতাকর্মীরা।। ছবিঃ নেত্র ভয়েস
কেন্দুয়ায় অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুললেন কৃষকদলের নেতাকর্মীরা।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক দলের নেতাকর্মীরা।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সান্দিকোনা ইউনিয়নের দুরচাপুর গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিস।

উদ্বোধনী দিনে ওই এলাকার কৃষক রতন মিয়ার ৫ কাটা (৫০ শতক) জমির পাকা বোরো ধান কেটে তা বাড়িতে পৌঁছে দেন কৃষকদলের নেতাকর্মীরা। ধান কাটার শ্রমিক সংকটে বিপাকে পড়েছিলেন রতন মিয়া। কৃষকদলের এই স্বেচ্ছাশ্রমে সহযোগিতায় তিনি বেশ উপকৃত হয়েছেন বলে জানান।

রতন মিয়া বলেন, “জমিতে ধান পেকেছে কিন্তু শ্রমিকের অভাবে কাটতে পারছিলাম না। আজ কৃষকদলের ভাইয়েরা আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছেন, এতে আমি অনেক উপকৃত হয়েছি। তাদের প্রতি কৃতজ্ঞ।”

উপজেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিস বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সব সময় দেশের কৃষকের পাশে ছিল এবং থাকবে। অসহায়, দরিদ্র কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কার্যক্রম শুরু করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, "দলীয় নেতাকর্মীদের আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন না কেন, যার সাধ্য আছে, এলাকার অসহায় কৃষকের পাশে দাঁড়ান।"

এই উদ্যোগে অংশ নেওয়া কৃষকদলের নেতাকর্মীরা জানান, আগামীতেও তারা ধারাবাহিকভাবে এ রকম কার্যক্রম চালিয়ে যাবেন।




আপনার মূল্যবান মতামত দিন: