নেত্রকোণায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ৩ টায় নেত্রকোনা পাবলিক হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেত্রকোণা জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ দেলোয়ার উদ্দিন জাহিদের সভাপতিত্বে ও অধ্যক্ষ আরিফুর রহমান খানের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ.বি.এম ফজলুল করিম , প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল থেকে যেন শিক্ষকরা বঞ্চিত না হয় সেজন্য আমরা তৎপর থাকবো। শিক্ষক পরিষদের ৯ টি ক্যাটাগরিতে যারা নেতৃত্ব দিচ্ছেন আন্দোলন সংগ্রামের আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলীয় নেতা দিয়ে প্রতিষ্ঠানের পদ নেওয়া ও শিক্ষকদের হয়রানি করার প্রবনতা থেকে বেড়িয়ে আসতে হবে।এ ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রধান অতিথি আরও বলেন, বর্তমান শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েগেছে তাই বর্তমান শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত পরিবর্তন করে ২০০৬ এর পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক প্রনয়ণের দাবি জানান। ১০ টি উপজেলার প্রায় ৪ শতাধিক শিক্ষক প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা
অধ্যাপক মাওলানা সাদেক আহমদ হারিছ, বাগড়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা এনামুল হক, মাওলানা মাহবুবুর রহমান, অধ্যাপক খায়রুল কবির নিয়োগী,মোঃ নিজাম উদ্দিন, মাওলানা আবুল হাসিম, অধ্যাপক মাসুদ মোস্তফা প্রমুখ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: