নেত্রকোনায় পূজা উৎযাপন পরিষদের সাথে জামায়াতের মতবিনিময়
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিছের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, পৌর জামায়াতের আমির মোঃ নিজাম উদ্দিন, সেক্রেটারি এস এম আল আমিন,নায়েবে আমির ডাঃ আবুল হোসেন তালুকদার, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মোজাম্মেল হক মিলন, জেলা শুরা সদস্য আবুল কালাম, শ্রমিক বিভাগের জেলা সেক্রেটারি শফিকুল ইসলাম, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, পৌর যুব ও ক্রিড়া সম্পাদক মাহমুদুল হাসানসহ নেতৃবৃন্দ।
এসময় জেলা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমিরের কথা স্মরণ করিয়ে বলেন,আপনারা সংখ্যালোগু নন।আমরা সবাই মিলে বাংলাদশী,বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা এসেছি। আপনাদের জন্য আমাদের সার্বিক সহযোগিতা সবসময়ই থাকবে ইনশাআল্লাহ। পূজা উৎযাপন পরিষদের জেলা সভাপতি গ্যানেশ চন্দ্র সরকার বলেন, আপনাদের পেয়ে আমরা আনন্দিত। আমাদের পাশে নিজের পরিবারের মতো সবসময় থাকবেন এই প্রত্যাশা করছি। এসময় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উৎযাপন পরিষদের জেলা সভাপতি গ্যানেশ চন্দ্র সরকার,
সাধারণ সম্পাদক লিটন পন্ডিত,
দপ্তর সম্পাদক লিটন দত্ত,
আইন বিষয়ক সম্পাদক সুবাশ চন্দ্র বসাক, পূজা উৎযাপন পরিষদের নেত্রকোনা পৌরসভা শাখার সেক্রেটারি।
লিটন ঠাকুরসহ স্থানীয় নেতৃবৃন্দ। এরপর নেত্রকোনা বড়বাজার পূজামণ্ডপ, আখরার মোড়, ও কালিবাড়ি মন্দিরসহ ৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেন জামায়াতের নেতৃবৃন্দ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: