নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


কেন্দুয়ায় অটোরিকশা চাপায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

ছবিঃ প্রতীকি
ছবিঃ প্রতীকি

নেত্রকোণার কেন্দুয়ায় সিএনজি চালিত অটোরিকশা চাপায় আলিফ নামে ১৩ বছরের এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।

এঘটনাটি মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে সান্দিকোনা-রেন্ট্রিতলা সড়কের ডাউকি ঈদগাহ মাঠে ঘটে। নিহত আলিফ (১৩) ডাউকি গ্রামের সুবজ মিয়ার ছেলে।

সুত্র জানায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে রাস্তার পারাপারের সময় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা নিহত আলিফকে চাপা দিলে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

আলিফকে হারিয়ে পরিবারে বইছে শোকের মাতম। প্রতিবন্ধী কিশোর আলিফের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন সান্দিকোনা ইউনিয়নের বিট অফিসার এসআই শফিউল আলম।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: