কলমাকান্দায় ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ
কলমাকান্দায় চট্রগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে হত্যাকারী ভারতের এজেন্ট জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ শে নভেম্বর) বিকেল ৩টায় কলমাকান্দা তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, কলমাকান্দা উপজেলার হেফাজত ইসলামী,তৌহিদী জনতা উপজেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদকসহ আরও অনেকেই।
বক্তারা চট্রগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ইসকন সংগঠন নিষিদ্ধের দাবী জানান।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়: নেত্রকোণা netrovoice24 নেত্র ভয়েস নেত্রকোণা সদর কেন্দুয়া আটপাড়া মদন খালিয়াজুরী মোহনগঞ্জ বারহাট্টা কলমাকান্দা দুর্গাপুর পূর্বধলা বাংলার নেত্র দৈনিক আমাদের নেত্রকোনা দেশকণ্ঠস্বর আমাদের নেত্রকোনা বাংলার দর্পণ জননেত্র নেত্রকোণার সংবাদ আজকে নেত্রকোনা voice of netrokona netrokona times netrokona live netrokona news news netrokona খবর নেত্রকোনা নেত্রকোনার খবর নেত্রকোণা জার্নাল নেজা নেত্রকোনা
আপনার মূল্যবান মতামত দিন: