নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
"নারী -কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি"এই স্লোগানে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২৪ উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রুপালী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠানটির নারী সদস্যদের উপস্থিতিতে নেত্রকোনা জেলা শহরের সাতপাই ছোটগাড়া এলাকায় মঙ্গলবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।
রুপালী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।সংস্থার সভাপতি আসমা আক্তার সেতুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোনা নারী নেত্র উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক কামরুন নাহার লিপি,মহিলা উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক নুরনাহার বেগম প্রমূখ।
আলোচনা শেষে চেয়ার দখল, জলডাঙ্গা, বালিশ খেলা ও গীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
জেড/এস/নেত্রভয়েস
আপনার মূল্যবান মতামত দিন: