নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


নেত্রকোনায় "নো হেলমেট নো ফুয়েল" এর অভিযান শুরু 

নেত্রকোনায় "নো হেলমেট নো ফুয়েল "এর অভিযান শুরু 
নেত্রকোনায় "নো হেলমেট নো ফুয়েল "এর অভিযান শুরু 

আবুল কালামঃ সড়ক দুর্ঘটনা রোধে ‘নো হেলমেট নো ফুয়েল’ অভিযান শুরু করেছে জেলা পুলিশ নেত্রকোনা। এজন্য  জনসচেতনতা বাড়াতে  চালানো হয় প্রচারণা। রোববার (১৯ মে) দুপুরে শহরের হোসেনপুর এলাকায় মোনাকো পেট্রোল পাম্পে এই অভিযানের উদ্বোধন করেন, জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। তিনি  বলেন, জেলায় যত দুর্ঘটনায় হতাহত হচ্ছে এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি। এ ধরণের দুর্ঘটনারোধে জেলায় থাকা ৩০টি পেট্রোলপাম্পে হেলমেট পরিহিত অবস্থায় না থাকলে কোনো মোটরসাইকেলে যেন তেল বিক্রি করা না হয় তার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি নির্দেশনা না মানে তাকে আইনের আওতায় আনা হবে। দুর্ঘটনারোধে এ অভিযানে সবাইকে সহযোগীতা করার আহবান জানান তিনি।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, জেলার ৩০টি পেট্রোলপাম্পে ‘নো হেলমেট নো  ফুয়েল’ নির্দেশনা পাঠানো হয়েছে। দুপুরে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশ শহরের পেট্রোল পাম্পগুলোতে ‘হেলমেট নাই তো তেল না’ নির্দেশনা বাস্তবায়নে অভিযান চালানো হয়। এসময় পাম্পে তেল নিতে আসা চালকদের হেলমেট পড়ে মোটরসাইকেল চালিয়ে নিজের জীবন বাঁচানোর ওপর প্রচারণা চালানো হয়। এতে অন্যান্যদের মধ্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, শাহ শিবলী সাদিক উপস্থিত ছিলেন।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: