নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


কলমাকান্দায় ব্রাক কর্তৃক জনসচেতনতামূলক গণনাটক প্রদর্শনী

কলমাকান্দায় ব্রাক কর্তৃক জনসচেতনতামূলক গণনাটক প্রদর্শনী। ছবিঃ নেত্র ভয়েস
কলমাকান্দায় ব্রাক কর্তৃক জনসচেতনতামূলক গণনাটক প্রদর্শনী। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার কলমাকান্দায় ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ১০জন নাট্য কর্মী নিয়ে তিনদিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালা পরিচালনা করেন সলিল মজুমদার, সিনিয়র অফিসার (পিটি) ও সার্বিক সহযোতায় চামেলী খাতুন (ব্রাক অফিসার সেল)।

এ নাটকের মুল লক্ষ্য উদ্দেশ্য বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতনের বিরুদ্ধে গণসচেতনতা মুলক প্রদশর্নী দেখিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলা।

এই গণনাটক প্রদর্শনী সোমবার থেকে শুরু হয়ে বোধবার বিকেলে চান্দুয়াইল গ্রামে এ কর্মশালা শেষে গণনাটনের একটি ফ্রিমিয়াম শো অনুষ্ঠিত হয়। এই গণনাটক প্রদর্শনীতে শত শত স্থানীয় সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।




আপনার মূল্যবান মতামত দিন:

সর্বশেষ