দেশ পরিচালনায় নিজেদেরকে আরও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে ---- মনজুরুল ইসলাম ভূঁইয়া
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের যোগ্যতার প্রমান দিতে হবে। আন্দোলনের ময়দানে যোগ্যতার পরিচয় না দিতে পারলে নেতৃত্ব হাতছাড়া হবে ।এই জন্যে দেশের মানুষের প্রত্যাশা পুরনে জামাতের কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ পরিচালনায় নিজেদেরকে আরও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। নেত্রকোনা সদর উপজেলার জামায়াতের কর্মী সমাবেশে একথা বলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মোঃ মঞ্জুরুল ইসলাম ভূইয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ উপলক্ষে শনিবার (২৪ আগষ্ট) সকাল ৯.০০ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলায়তনে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। সকলকে আন্তরিকতার সাথে কাজে করে একটি সামাজিক বিপ্লব করতে হবে। দেশের মানুষ জামায়াতের কাছে যে প্রত্যাশা করে কাজের মাধ্যমে তার প্রতিফলন ঘটাতে হবে। সদর উপজেলার সেক্রেটারি মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটার, অধ্যাপক মাসুম মোস্তফা ,অফিস সম্পাদক মোঃ নজরুল ইসলাম , প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ,নেত্রকোনা পৌর জামায়াতের আমির মোঃ নিজাম উদ্দিন, এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ মাহফুজুল হক,মিজানুর রহমান,আব্দুস সালাম প্রমুখ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: