নেত্রকোনায় ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে গতকাল মোঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে নেত্রকোনা জেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা জেলা আমীর অধ্যাপক মাওঃ ছাদেক আহমাদ হারিছ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধ্যাপক মাওঃ মাহবুবুর রহমান সাহেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতের সাবেক আমীর ও ময়মনসিংহ অঞ্চল টীম সদস্য অধ্যাপক মাওঃ এনামুল হক।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমীর জনাব নিজাম উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর জনাব ডাঃ আবুল হোসেন তালুকদার, পৌর সেক্রেটারী জনাব এস.এম আল আমীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম খান, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, জামায়াত নেতা এডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।
হিন্দু নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, নেত্রকোণা এর সাধারণ সম্পাদক সুব্রত রায় মানিক, নেত্রকোণা মহাশ্মশান ঘাট এর সাধারণ সম্পাদক রাজু তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেত্রকোণা এর সভাপতি ঝন্টু সাহা সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: