মুন্সিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে উপজেলা জামায়াতের মতবিনিময় সভা।
শফিকুল ইসলাম ভূঞা :
সদ্য যোগদানকৃত মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সাথে মঙ্গলবার ( ১৯ শে নভেম্বর) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জামায়াত নেতাদের বলেন,প্রশাসনিক কাজে আপনাদের সহযোগিতা প্রয়োজন হবে। এ সময় জামায়াত নেতারা বলেন আমরাও আপনাদের সহযোগিতা করার জন্য সব সময় প্রস্তুত রয়েছি। যেকোনো প্রয়োজনে আপনাদের সহযোগিতা করতে আমরা সব সময় প্রস্তুত, মুন্সীগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মো নুরুল আমিন সিকদার ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন , সদর উপজেলা সেক্রেটারি মোঃ মজনু দেওয়ান, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, উপজেলা কর্মপরিষদের সদস্য, ডা: মনির হোসেন, পঞ্চসার ইউনিয়ন আমির মো: শামসুদ্দোহা বিশ্বাস,
উপজেলা মজলিসে শুরা সদস্য মাওলানা মোহাম্মদ বজলুর রহমান আশ্রাফী।মাওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ। উপজেলা জামায়াতের পক্ষ থেকে সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ১ সেট বই উপহার প্রদান করেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: