কেন্দুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নেত্রকোনার কেন্দুয়ায় নানা আয়োজনে উপজেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভাগীয় কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীগণ।
এছাড়াও ভরাপাড়া কামিল মাদ্রাসায় দিবসটি দিবসটি পালনের লক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আবু সাদেক।
শেষে স্বাধিকার আন্দোলনে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত ও মুসলিম উম্মাহ শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: