দুরদেশে থেকেও কৃষকের স্বার্থের কথা ভাবছেন তারের রহমান: হিলালী
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নসহ গত ১৫ দিনে ১৩ ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হায়েছ।
শনিবার (১১ জানুয়ারি) বিকালে চিরাং ইউনিয়নের কৃষক সমাবেশ বাট্টা কাচারি মাঠে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রের নির্দেশে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের কৃষকদলের সভাপতি মো: হাছেন খান। সমাবেশের শুরুতেই কৃষকেরা পানি নিষ্কাশনের খাল খনন, দ্রুত ও নিরাপদে ফসল ঘরে তুলতে হাওড়ের হালটগুলো উদ্ধার,বোরো মৌসুমে পর্যাপ্ত বিদ্যুতের সরবরাহসহ সার- কীটনাশক, গোখাদ্যের দাম কমানোসহ সবজি ফসল সংরক্ষণের কোলেস্টোরেজ নির্মাণের দাবী উত্থাপন করেন।
প্রধান অতিথি বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে সারাদেশের ন্যায় কেন্দুয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে কৃষকদের সাথে কথা হচ্ছে।
তিনি দুরদেশে থেকেও কৃষকের স্বার্থের কথা ভাবছেন। আপনাদের সমস্যা গুলো আমরা নোট করেছি এবং এই সমস্যাগুলো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে পাঠানো হবে। আপনেরা জানেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের সবচেয়ে বেশি সম্মান করতেন। তিনি নিজেই কোদাল কাঁধে নিয়ে খাল খননকাজ করেছেন। সেই চিন্তা থেকে আমাদের নেতা তারেক রহমান সাহেব আপনাদের সমস্যাগুলো জানতে চেয়েছেন। আপনেরা যে সমস্যাগুলোর কথা বলেছেন সবগুলো যুক্তিক। ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় গেলে এই সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।
এসময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তুফা, উপজেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন,সাধারণ সম্পাদক লুৎফুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: