সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি নেত্রকোণা জেলা শাখা। গতকাল শুক্রবার (১০ )জানুয়ারি রাত ৮ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলার প্রচার ও মিডিয়া বিভাগর সেক্রেটারি মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন,জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। তিনি উদ্ভোধনী বক্তব্যে সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জানান
আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করার জন্য। জুলাই বিপ্লবের সকল শহীদের কথা স্মরণ করে তিনি বলেন,হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা আমরা নস্যাত হতে দিবো না। জামায়েতে ইসলামি একটি ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। রাসুল (সাঃ) এর আদর্শিক সমাজ গঠন করতে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, তিনি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে মানুষ তার অধিকার আদায়ে কারো কাছে ধরনা দিতে হবেনা।
প্রত্যেকের অধিকার তার কাছে পৌঁছে যাবে।
পৌর আমির মোঃ রফিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কাজী কামাল উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মোজাম্মেল হক মিলন, প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি এম মুখলেছুর রহমান খান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি দিলওয়ার খান, এনটিভির জেলা প্রতিনিধি ভজন দাস প্রমুখ। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: