মোহনগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মোহনগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫, ২য় দিনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন বিদ্যালয় নানান প্রজেক্টে দৃষ্টি নন্দন স্টলের মাধ্যমে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
দুই গ্রুপে কুইজ প্রতিযোগিতা হয়।জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করে মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নাফিজা আনজুম সারা, ২য় স্থান অর্জন করে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র প্রমিত, ৩য় স্থান অর্জন করে মাঘান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মো: আব্দুল হেলিম খান।
সিনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করে মোহনগঞ্জ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির রাকেয়া আক্তার উদয় মনি, ২য় স্থান অর্জন করে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী সানজিদা শশী ৩য় স্থান অর্জন করে মোহনগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র দীপু বর্মন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: