মোহনগঞ্জে সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি মিজান, সম্পাদক কালাম নির্বাচিত

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী কল্যাণ ক্লাবে রবিবার রাত ৮টায় ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে বিনা প্রতি দ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী কল্যাণ ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে একক প্রার্থী থাকায় মিজানুর রহমানকে সভাপতি আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এতে সংগঠনের সকল কর্মচারীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, বিশেষ অতিথি হিসেবে সদস্য সচিব টিপু সুলতান, যুব দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার ও সদস্য সচিব জীবন তালুকদারসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: