নেত্রকোণায় বিশ্ব মেছো বিড়াল দিবসে নানা আয়োজন

"জনগণ হয় যদি সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ" -এই প্রতিপাদ্যে নানা আয়োজনে নেত্রকোণায় বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপিত হয়েছে।
শনিবার ১লা ফেব্রুয়ারি জেলা প্রশাসনের আয়োজনে দিবসটিতে কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বন্য প্রাণি প্রেমি সংগঠন ক্যাট এন্ড ডগ সোসাইটি, নেত্রকোণা, উজ্জ্বীবন, সেইভ দ্যা এনিমেল অব সুসং, বারসিক ও এআরএফবি'র সমন্বয়ে র্যালি ও আনন্দ শোভাযাত্রা বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অসমা বিনতে রফিক, জেলা পরিবেশ কর্মকর্তা মো: জব্বার হোসাইন,এআরএফবি চেয়ারম্যান দিলওয়ার খান, ক্যাট এন্ড ডগ সোসাইটি, নেত্রকোণার ক্রিয়েটর ফাহিম রহমান খান পাঠান, বারসিক নেত্রকোণা আঞ্চলিক সমন্বয়কারি গবেষক অহিদুর রহমান, সেইভ দ্যা এনিমেল অব সুসংয়ের সভাপতি রিফাতি আহমেদ রাসেল, ওয়ারিশা আক্তারসহ অন্যরা।
বক্তারা বলেন, বন, জলাশয়, আবাস নষ্ট হওয়ায় বিপন্নসহ হুমকিতে রয়েছে বন্যপ্রাণি। খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ায় মানুষের সাথে দন্ধে জড়িয়ে মারা পড়ছে অবলা বন্যপ্রাণি।এদেরকে রক্ষায় আইনের কঠোর প্রয়োগসহ জনসচেতনতা বাড়াতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দেন বক্তারা।
আপনার মূল্যবান মতামত দিন: