নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


নেত্রকোণা ৩১ বিজিবি'র মাদক বিরোধী অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ আটক 

নেত্রকোণা ৩১ বিজিবি'র মাদক বিরোধী অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ আটক।।ছবিঃ নেত্র ভয়েস
নেত্রকোণা ৩১ বিজিবি'র মাদক বিরোধী অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ আটক।।ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৩২ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান, পিবিজিএম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি'র অধীনস্থ চারুয়াপাড়া বিওপির ৭ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১১৪৪ এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের জয়রামপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৩২ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ আটক করা হয়। 

তিনি আরও জানান, আটককৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।




আপনার মূল্যবান মতামত দিন: