নেত্রকোনায় ভোকেশনাল শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্কঃ
কারিগরি শিক্ষা উন্নতি, অর্থনৈতিক মুক্তি শীর্ষক আলোচনা সভা ও নেত্রকোণা জেলার কমিটি গঠন উপলক্ষে নেত্রকোণায় বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির আলোচনা সভা কাউন্সিল নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়। নেত্রকোনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৮ নভেম্বর বিকাল ৩ টায় এ আলোচনা সভা হয়। অধ্যক্ষ রফিকুল ইসলাম বায়েজিদের সভাপতিত্বে ও অধ্যক্ষ আরিফুর রহমান খানের সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী জাকারিয়া আব্বাসী উপ পরীক্ষা নিয়ন্ত্রক( ভোক:) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আগারগাঁও, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবুল হাসেম সহ সভাপতি বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি অধ্যক্ষ মন্জুরুল হক হাসান সহ সভাপতি বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি,কেন্দ্রীয় নির্বাহী কমিটি
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক প্রকৌশলী মো মতিউর রহমান প্রমুখ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: