সাংবাদিক এম ফখরুল হকের ইন্তেকালে জেলা জামায়াতের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোনার প্রবীণ সাংবাদিক, জেলা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ও নিউ নেশনের জেলা প্রতিনিধি এম ফখরুল হক (৬১) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল (৩ ডিসেম্বর) রাত ৮:৪৫ টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ ও জেলা সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান এক শোকবাণী প্রদান করেন। শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, এম ফখরুল হক ছিলেন নিষ্ঠাবান ও নির্ভীক সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।তিনি দীর্ঘ কর্মময় জীবনে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে সংবাদ পরিবেশনে অসামান্য অবদান রেখেছেন । জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন নেতৃবৃন্দ। তারা আরও বলেন, এম ফখরুল হকের ইন্তেকালে নেত্রকোণার সাংবাদিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: