মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোণায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদকঃ
মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোণায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টায় নেত্রকোনা পাবলিক হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হুদা,জেলা সিভিলসার্জন অনুপম ভট্টাচার্য,
জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, জেলা বিএনপির সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হেলালি, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র নেতা জিপি এডভোকেট মাহফুজুর রহমান
জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন সাইফুল, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা মোঃ কামাল উদ্দিন,ইসলামি ঐক্য জোটের নেতা মাওলানা আবু সায়েম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি রতন, ছাত্র দলের জেলা সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, গণ অধিকার পরিষদ নেতা অপু, বৈষম্য বিরোধী আন্দোলনের ফাহিম হোসেন খান পাঠানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।শুভেচ্ছা উপহার প্রদান করে। মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতি চারণ করেন বীর মুক্তিযোদ্ধাগণ। এসময় বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও জাতি পরাধীনতার শৃংখল থেকে মুক্তি পায়নি।২৪ এর জুলাই বিপ্লবের মাধ্যমে জাতি পূর্ণ স্বাধীনতা লাভ করলো। তারা আরও বলেন, আমরা পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি দিল্লি গোলামী করতে নয়।এদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। যদিও কথিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আজকে দেশ ছেড়ে পালিয়েছে। তাদের দোসররা কিন্তু বসে নেই। তাই আমাদের সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন বীর মুক্তিযোদ্ধারা কোন রাজনৈতিক দলের নয়।তারা দেশ ও জাতির সম্পদ। যারা দল মতের উর্ধ্বে উঠে যুদ্ধ করেছেন তাদের নিয়ে কোন বিভাজন জাতি দেখতে চায়না।এরপর জেলা প্রশাসক বনানী বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: