নানান কর্মসূচীর মধ্য দিয়ে খালিয়াজুরীতে মহান বিজয় দিবস ২৪ উৎযাপন
খালিয়াজুরী প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস ২৪ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,আলোচনা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানান কর্মসূচির আয়োজন করে খালিয়াজুরী উপজেলা প্রশাসন।১৬ ডিসেম্বর(সোমবার) সূর্যোদয়ের সাথে সাথে
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব)হাসিব উল আহসান সহঃ উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা , উপজেলা মৎস্য কর্মকর্তা ,সহ সকল কর্মকর্তা কর্মচারীগণ ফুলের তোড়া দিয়া শ্রদ্ধা নিবেদন করেন ।
এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা ,মাহবুবুর রহমান কেষ্ট, তরিকোজ্জামান তরু, আরিফুজ্জামান আরিফ, আসিফুজ্জামান উজ্জল, মাসুদ রানা ,যুব দলের এনামুল হক ছোটন, রাজিব হোসেন পলাশ, স্বেচ্ছা সেবক দলের ফাহিম হোসেন সুমন, কিরণ মিয়া , কৃষক দলের নুরুজ্জামান, পান্ডব সরকার , ছাত্রদলের মাজহারুল ইসলাম পলিন , তাঁতি দলের মোস্তফা সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধা নিবেদন করে খালিয়াজুরী কলেজ, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় , খালিয়াজুরী সিদ্দিকুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়,খালিয়াজুরী মডেল প্রাথমিক বিদ্যালয় সকল প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক কর্মচারী সহ ছাত্র-ছাত্রীগণ শহীদ মিনারে ফুলের তোড়া দিয়া শ্রদ্ধা নিবেদন করেন ।
সকাল ১০ঃ০০ ঘটিকার সময় খালিয়াজুরী উপজেলা মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত এর মাধ্যমে পতাকা উত্তোলন করা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা ও সালাম পেশ করা হয় ।
সকাল ১১ ঘটিকায় উপজেলা হলরুমে মুক্তিযোদ্ধাদের সম্মানে সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় ।এসময়
তারা প্রসন্ন দেবরায়ের সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব হাসিব উল আহসান।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ সরকার, অমলেন্দু দেব রায়, মাহবুবুর রহমান কেষ্ট ,বাংলাদেশ জামাত ইসলামের খালিয়াজুরী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন, বিএনপির উপজেলা যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী মোল্লা, যুগ্ন আহবায়ক আরিফুজ্জামান আরিফ, মাসুদ রানা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন , খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ ,খালিয়াজুরী থানা অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন ।বৈষম্য বিরোধী খালিয়াজুরী উপজেলা ছাত্র আন্দোলনের নেতা , প্রিয়াঙ্কা আক্তার, রিয়াদ মিয়াসহ নেতৃবৃন্দ।এ সময় খালিয়াজুরী উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ এবং তাদের পরিবার পরিজন , ছেলেমেয়েসহ অনেক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: