নেত্রকোণার মডেল থানা পুলিশের অভিযানে ৪০০ বস্তা চিনিসহ ০৩ (তিন) চোরাকারবারি গ্রেফতার
নেত্রকোণার মডেল থানা পুলিশের অভিযানে ৪০০ বস্তা চিনিসহ ০৩ (তিন) চোরাকারবারি গ্রেফতার
অদ্য ইং- ২৯/০৪/২০২৪ খ্রি: তারিখ রাত অনুমান ৪.৩০ ঘটিকায় মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম এর তত্ত্বাবধানে এসআই যুবরাজ দাস সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় কিলো-১৪ ডিউটি করাকালীন সময় রাজুর বাজার সংলগ্ন এবিসি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় একটি ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪০০ বস্তা (৪০০×৫০= ২০০০০ বিশ হাজার কেজি) , মূল্য অনুঃ ২৪০০০০০/- চব্বিশ লক্ষ টাকা, ট্রাক রেজিঃ ঢাকা মেট্রো-ট ২২-৫৬৬৩ , মূল্য অনুঃ ১৮০০০০০-/ আঠার লক্ষ টাকাসহ আটক করেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাহাদের নিম্নোক্ত নাম ঠিকানা প্রকাশ করে
১। মো: মাসুম(৪০), পিতা-মৃত মতি মিয়া, সাং- চকপাড়া, থানা ও জেলা নেত্রকোনা
২। মো জায়েদ মিয়া ( ২২), পিতা- স্বপন মিয়া, উলুখলা, থানা- কালীগঞ্জ,
৩। বাবু মিয়া (৪৫), পিতা-মৃত: বারেক মিয়া, সাং-হারবাইত, থানা-পূবাইল, উভয় জেলা- গাজীপুর।
উপস্থিত স্বাক্ষীদের সামনে এসআই(নি:) যুবরাজ দাস ট্রাকভতি চিনি জব্দ তালিকা মূলে জব্দ করেন , উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। ধৃত আসামীরা পরষ্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবত ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি অবৈধভাবে আমদানি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে জানায়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: