নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


অনলাইন নিউজ পোর্টাল Netrovoice24.com এর শুভ উদ্বোধন

ছবিঃ অনলাইন নিউজ পোর্টাল Netrovoice24.com  এর শুভ উদ্বোধন
ছবিঃ অনলাইন নিউজ পোর্টাল Netrovoice24.com এর শুভ উদ্বোধন

নেত্রকোণায় নেত্র ভয়েস ২৪.কম নামে একটি অনলাইন নিউজ পোর্টালের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ মে) সকাল ১১টায় পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে কেক কাটার মাধ্যমে এই পোর্টালটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোণা পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান।

পোর্টালটির ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার আবু হানিফ এর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক  এস এম আল-আমিন এবং বার্তা সম্পাদক সাংবাদিক আবুল কালাম এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, বাংলাভিশন প্রতিনিধি ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, জহিরুল ইসলাম, নেত্রকোণা জার্নাল অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মুহা. জহিরুল ইসলাম অসীম, কাওসার আলম খান রনিসহ অনেকেই।

আলোচনা সভায় বক্তারা পোর্টালটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সেই সাথে এই নতুন সংবাদ মাধ্যমটি বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেত্রকোণার পাশাপাশি সারা বাংলাদেশের সংবাদ পরিবেশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা বাদ ব্যক্ত করেন।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: