নেত্রকোনা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ


সীরাতুন্নবী সাঃ রচনা প্রতিযোগিতা-২৪  উপলক্ষে জেলা ছাত্রশিবিরের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান 

সীরাতুন্নবী সাঃ রচনা প্রতিযোগিতা-২৪  উপলক্ষে জেলা ছাত্রশিবিরের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান 
সীরাতুন্নবী সাঃ রচনা প্রতিযোগিতা-২৪  উপলক্ষে জেলা ছাত্রশিবিরের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান 

নিজস্ব প্রতিবেদকঃ

সীরাতুন্নবী সাঃ রচনা প্রতিযোগিতা-২৪  উপলক্ষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির নেত্রকোনা জেলা শাখা।এতে দু'টি বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।  'ক' বিভাগের ১০ জন এবং 'খ' বিভাগের ১০ জনকে পুরস্কৃত করা হয়। ২৮ ডিসেম্বর (শনিবার) জেলা প্রেসক্লাব   হলরুমে ইসলামী ছাত্রশিবিরের জেলা পর্যায়ের পুরস্কার প্রদান অনুষ্ঠান জেলা সভাপতি মোজাম্মেল হক মিলনের সভাপতিত্বে ও সেক্রেটারি রাসেল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।  সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।  
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি
 ফখরুল ইসলাম,জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম,জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা শিবিরের সাবেক সভাপতি এস এম আল আমিন,সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ও নেত্রকোনা পৌরসভার সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম,সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক মাওলানা মো.সাখাওয়াত হোসাইন, জেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ শাহ পরান মিজানসহ জেলা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।নতুন প্রজন্মকে রাসুল সাঃ এঁর আদর্শের আলোকে জীবন গঠনের লক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতা ২০২৪ এ বিজয়ীদের প্রত্যেক গ্রুপে সেরা ১০ জনকে জেলা প্রেসক্লাবে একত্রিত করে জেলা পর্যায়ে পুরস্কৃত করা হয়েছে। এসময় তাদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: