ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ ও মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন করেছে সুসং সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার দুপুরে সুসং সরকারি মহাবিদ্যালয় গেটের সামনে আয়োজিত এই মানববন্ধনে কালো ব্যাজ ধারণ করে অংশ নেন ছাত্রদল নেতাকর্মীরা।
এতে সুসং সরকারি মহাবিদ্যালয় ছাড়াও দুর্গাপুর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পারভেজ ছিলেন একজন সচেতন, আদর্শবান ও প্রতিবাদী ছাত্রনেতা। তিনি জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
তারা আরও বলেন, পারভেজ হত্যাকাণ্ড আমাদের সমাজের নিরাপত্তা ও ন্যায়বিচারের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের এই কর্মসূচির একমাত্র লক্ষ্য—হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো।
এসময় তারা বলেন, পারভেজ হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: