নেত্রকোনা সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ


শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: থানায় অপমৃত্যু মামলা

ছবিঃ প্রতীকি
ছবিঃ প্রতীকি

নেত্রকোনার পূর্বধলায় মাহফুজা আক্তার মনিকা (২০) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা পশ্চিমপাড়া গ্রামে শ্বশুরবাড়ির বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পূর্বধলা থানা পুলিশ।

নিহত মনিকা ওই গ্রামের সুমন মিয়ার স্ত্রী। সুমন মিয়া ভালুকার এনভয় টেক্সটাইল কারখানায় চাকরি করেন এবং সেখানে মাস্টারবাড়ি এলাকায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল ভালুকার একটি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে মনিকা একটি পুত্রসন্তানের জন্ম দেন। পরে ১৯ এপ্রিল মনিকার স্বামী সুমন তাঁর শ্বশুর-শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের জেরে নবজাতক সন্তানসহ স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যান। সেদিনই সন্তান ও স্ত্রীকে রেখে নিজ কর্মস্থলে ফিরে যান তিনি।

এরপর থেকে মনিকা শ্বশুরবাড়িতে তাঁর শাশুড়ি কবিতা বেগম ও ননদ স্বর্ণার সঙ্গে একই কক্ষে অবস্থান করছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শিশুটি কান্নাকাটি করলে শাশুড়ি ডাকাডাকি করলেও মনিকার সাড়া না পেয়ে চিৎকার দেন। আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে মনিকাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বামী ও মনিকার বাবামাকে খবর দেওয়া হয়। তাঁরা এসে পুলিশকে জানালে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। গলায় ডান পাশে এবং তোতনির মাঝামাঝি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: