নেত্রকোনা সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ


নেত্রকোনায় চাঞ্চল্যকর আব্দুস সোবাহান হত্যা মামলার রায় : একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের উত্তর বিলচুলঙ্গী (চন্দ্রপতিখিলা) গ্রামে ঘটে যাওয়া আব্দুস সোবাহান (৫০) হত্যা মামলায় আদালত এক আসামিকে মৃত্যুদণ্ড ও অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই সাথে উভয় আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদ হোসেন (৫২) এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আবুল হাসেম ওরফে আবুনি (৪৮) একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় এলাকাবাসী ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ জুলাই রাত ১১টার দিকে নিহত সোবাহানকে তার চাচাতো ভাই রাসেল মিয়া মোবাইল ফোনে ডেকে বাড়ি থেকে বাইরে নিয়ে যায়। এরপর গ্রামের পাশের একটি খেতে তাকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়।

পরদিন দুপুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা ওই স্থানে সোবাহানের ব্যবহৃত গামছা পড়ে থাকতে দেখে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার দুদিন পর নিহতের বড় স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালতে উপস্থাপিত তথ্য, প্রমাণ এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এডভোকেট মোঃ আবুল হাসেম এবং আসামিপক্ষে ছিলেন এডভোকেট মোঃ মজিবুর রহমান খান।




আপনার মূল্যবান মতামত দিন: