নেত্রকোনা সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ


কলমাকান্দায় ভারতীয় রুপিসহ যুবক আটক

কলমাকান্দায় ভারতীয় রুপিসহ যুবক আটক।। ছবিঃ নেত্র ভয়েস
কলমাকান্দায় ভারতীয় রুপিসহ যুবক আটক।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় রুপিসহ মো. ময়নাল (৪৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা জিবিসি স্কুলসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার (২৩ এপ্রিল) বিজিবির বরুয়াকোনা সীমান্ত বিওপির নায়েক মো. শহিদুল ইসলাম বাদি হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।

আটক মো. ময়নাল উপজেলার খারনৈ ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের গাজীউর রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহলরত অবস্থায় ১১৮১ নম্বর মেইন পিলার থেকে প্রায় দুই হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ময়নালকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ভারতীয় ৮ হাজার ৭৩০ রুপি, ১২ কেজি ভারতীয় চিনি, একটি মোবাইল সেট ও একটি কালো রঙের বাইসাইকেল জব্দ করা হয়।

বিজিবির বরুয়াকোনা বিওপির নায়েক শহিদুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দকৃত মালামালসহ ময়নালকে থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বিজিবির দায়ের করা মামলায় ময়নালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সীমান্ত এলাকায় ভারতীয় পণ্য পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।




আপনার মূল্যবান মতামত দিন: