নেত্রকোনা সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ


মোহনগঞ্জে ভাঙা ব্রিজ দিয়েই ঝুঁকিপূর্ণ যাতায়াত, বড় দুর্ঘটনার আশঙ্কা

মোহনগঞ্জে ভাঙা ব্রিজ দিয়েই ঝুঁকিপূর্ণ যাতায়াত, বড় দুর্ঘটনার আশঙ্কা।। ছবিঃ নেত্র ভয়েস
মোহনগঞ্জে ভাঙা ব্রিজ দিয়েই ঝুঁকিপূর্ণ যাতায়াত, বড় দুর্ঘটনার আশঙ্কা।। ছবিঃ নেত্র ভয়েস

মোহনগঞ্জ উপজেলার খুরশিমূল যাওয়ার পথে শিবির বাজারের পরে নয়াপাড়া গ্রামের ব্রিজটি দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন শত শত মানুষ, চালাচ্ছেন যানবাহন ও পণ্যবাহী যান।

স্থানীয়রা ‘নেত্রভয়েজ২৪’ কে জানান, ব্রিজটির দুটি বড় ভাঙা অংশে বহুদিন আগে সাময়িকভাবে স্টিলের পাটাতন বসানো হয়েছিল। সেই অস্থায়ী ব্যবস্থা দিয়েই এখনো নিয়মিত অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা, এমনকি মালবাহী লড়ি চলাচল করছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এলাকার কৃষকরা জানান, জীবনের ঝুঁকি নিয়েই তাঁরা এই রাস্তা ব্যবহার করে ডিঙ্গুপুতা হাওরের শত শত মন বোরোধান ট্রলি, পিকআপ ও লড়িতে করে উপজেলার মোহনগঞ্জ শহরে বাজারজাত করছেন।

খুরশিমূল বাজার বণিক সমিতির সভাপতি মিজবা উদ্দিন জানান, প্রতিদিনই ৪নং মাঘান সিয়াধার ও ২নং বড়তলী বানিয়াহারী ইউনিয়নের অন্তর্গত দাশপাড়া, খুরশিমূল, মানারকান্দি, পেরিরচর, রামপাশা, বলদশি, সিয়াধার, করনশ্রী, উলুকান্দা, নয়াপাড়া, পাড়ারতিয়ারকোনা সহ আশেপাশের অসংখ্য গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই চলাচল করেন। এটি তাঁদের জন্য একমাত্র যাতায়াতের পথ।

উক্ত এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ব্রিজটির অবস্থা এতটাই নাজুক যে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বিষয়টি ইতোমধ্যেই একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তারা দ্রুত ব্রিজটি পুনঃনির্মাণের জন্য কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।




আপনার মূল্যবান মতামত দিন: