কলমাকান্দায় উন্নয়ন ও আইনশৃঙ্খলা উন্নতিতে মতবিনিময় সভা

নেত্রকোনার কলমাকান্দায় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
সভায় প্রধান অতিথি মো. মোখতার আহমেদ বলেন, "উন্নয়নকে টেকসই করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি। স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।" তিনি মাঠ প্রশাসনকে আরও দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, স্থানীয় সমস্যা সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: