নেত্রকোণায় কুরআন-হাদীসের আলোকে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে রচনা প্রতিযোগিতা

আসন্ন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী রচনা প্রতিযোগিতা। “পবিত্র কুরআন ও হাদীসের আলোকে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় বৃক্ষ, বন, বন্যপ্রাণি, পাহাড়-টিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণ” শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা।
মঙ্গলবার (২২ এপ্রিল) সদর উপজেলার বাগড়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পবিত্র কুরআন ও হাদীসের আলোকে পরিবেশ রক্ষার গুরুত্ব, ইসলামে প্রকৃতি ও প্রতিবেশের প্রতি দায়িত্ববোধ, এবং গাছপালা, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের ধর্মীয় দিকগুলো মননশীলভাবে উপস্থাপন করে।
পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণার সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন জানান, “ইসলামের আলোকে পরিবেশ সংরক্ষণ বিষয়ক এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত চিন্তাশীলভাবে পরিবেশ রক্ষার ইসলামী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে, যা প্রশংসনীয়।”
তিনি আরও জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ৫ জুন ২০২৫, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে পুরস্কার ও সনদ প্রদান করা হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: