নেত্রকোনা সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ


তীব্র গরমে অভিভাবকদের পাশে ছাত্রদল নেতা সৈকত সরকার

তীব্র গরমে অভিভাবকদের পাশে ছাত্রদল নেতা সৈকত সরকার।। ছবিঃ নেত্র ভয়েস
তীব্র গরমে অভিভাবকদের পাশে ছাত্রদল নেতা সৈকত সরকার।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনা জেলার দুর্গাপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন সুসং সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. সৈকত সরকার।

সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে এখানে দিনটি দিন) কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনার অংশ হিসেবে দুর্গাপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে অবস্থানরত অভিভাবকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন তিনি।

তীব্র গরমের মধ্যে এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন উপস্থিত অভিভাবকরা। তারা জানান, দীর্ঘ সময় পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। প্রচণ্ড গরমে অনেকেই কষ্ট পান। এমন সময় সৈকত সরকারের পক্ষ থেকে পানির বোতল ও স্যালাইন পেয়ে তাঁরা স্বস্তি পেয়েছেন।

এক অভিভাবক বলেন, “গরমে আমরা খুব কষ্ট পাচ্ছিলাম। হঠাৎ দেখি একজন তরুণ আমাদের মাঝে পানি ও স্যালাইন দিচ্ছেন। পরে জানতে পারি তিনি ছাত্রদলের একজন নেতা। সত্যি, এমন উদ্যোগ প্রশংসার যোগ্য।”

এ বিষয়ে সৈকত সরকার বলেন, “গরমে কষ্ট পাচ্ছেন এমন অনেক অভিভাবককে দেখে নিজ উদ্যোগেই এই ব্যবস্থা নিয়েছি। ছাত্রদলের পক্ষ থেকে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি।”

এ সময় স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।




আপনার মূল্যবান মতামত দিন: